Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতির চেষ্টা: ৩ জন রিমান্ডে

স্টাফ করেসপনডেন্ট
১ জুন ২০২২ ২০:০৯

ঢাকা: কম্পিউটারের মাধ্যমে পাসপোর্টের ঠিকানা পরিবর্তন ও ওয়ার্ড কাউন্সিলরের ভুয়া প্রত্যয়নপত্র সংযুক্ত করে পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতি চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় তিন জনের একদিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১ জুন) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এই রিমান্ডের আদেশ দেন। আসামিরা হলেন: মাসুদ মিয়া, কামাল হোসেন ও গোলাম কিবরিয়া।

এদিন আসামিদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তাদের একদিন করে রিমান্ডের আদেশ দেন।

মঙ্গলবার (৩১ মে) বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে রাজধানীর ফার্মগেট, খিলক্ষেত ও কেরানীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করে পল্টন মডেল থানা পুলিশ। গ্রেফতাররা একটি সংঘবদ্ধ প্রতারক এবং জালিয়াত চক্র। কিছুদিন আগেও পুলিশ ক্লিয়ারেন্সের জন্য ছয়টি ভুয়া আবেদন পল্টন থানা থেকে প্রত্যাখাত হয়।

২০ এপ্রিল মাসুদ মিয়া নাম জনৈক ব্যক্তি পুলিশ কমিশনার বরাবর অনলাইনে একটি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করেন। যা যাচাই বাছাইকালে আবেদনে প্রদত্ত ঠিকানা ভুয়া পরিলক্ষিত হয়। তখন আবেদনে সংযুক্ত ওয়ার্ড কাউন্সিলের প্রত্যয়নপত্রটি যাচাই করে প্রত্যয়নপত্রটির সই ও প্রত্যয়নপত্রটি সঠিক নয় মর্মে ওয়ার্ড কাউন্সিলর জানান।

গ্রেফতার মাসুদ মিয়ার বিদেশ যাওয়ার প্রয়োজনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য ৩০ হাজার টাকায় কামাল হোসেনের সঙ্গে চুক্তি করে। তার নামে নরসিংদীর মাধবদী থানায় একাধিক মামলা রয়েছে। কামাল হোসেন আবার ২৮ হাজার টাকায় গোলাম কিবরিয়ার সঙ্গে চুক্তি করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/একেএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর