Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুন ২০২২ ২১:৪৮ | আপডেট: ২ জুন ২০২২ ১৬:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর নিউমার্কেট থেকে চাল বোঝাই ট্রাক থেকে দেড় কেজি হেরোইনসহ গ্রেফতার দুই মাদক ব্যবসায়ীকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালত এ রিমান্ডের আদেশ দেন।

রিমান্ড যাওয়া আসামিরা হলেন মো. মাউল আলী ও মো. আব্দুল হাকিম।

বুধবার (১ জুন) সংশ্লিষ্ট আদালত সূত্রে এই তথ্য জানা গেছে। গত মঙ্গলবার নিউমার্কেট থানার পুলিশ আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞেসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে ওইদিন আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলো না।

বিজ্ঞাপন

জানা যায়, গত ৩০ মে রাতে নিউমার্কেট থানার নিলক্ষেত মোড়ে চেকপোস্টে সন্দেহভাজন একটি চালবোঝাই ট্রাক তল্লাশি করা হয়। এ সময় মো. মাউল আলী, মো. আব্দুল হাকিমকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে প্রথমে অস্বীকার করেন। পরবর্তী সময়ে গাড়িতে হেরোইন আছে বলে স্বীকার করেন।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী তল্লাশি করে ট্রাকের কেবিনে বসার সিটের নিচে অভিনব পন্থায় লুকিয়ে রাখা ১ কেজি ৪২০ গ্রাম হেরোইন পাওয়া যায়। যার দাম আনুমানিক ১ কোটি ৪২ লাখ টাকা।

গ্রেফতারকৃত আসামিরা রাজধানীসহ আশেপাশের জেলায় বিভিন্ন কৌশল অবলম্বন করে অবৈধভাবে হেরোইন বিক্রি করে আসছিল।

সারাবাংলা/একে

আদালত রিমান্ড হেরোইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর