Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুন ২০২২ ২১:৩০

সিলেট: শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মীদের ওপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুন) বিকেল ৩টায় বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কামরান চত্বরে সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি রুবেল আহমদ মাছুম বলেন, প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা সশস্ত্র হামলা চালিয়ে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের আহত করে। হামলার দায় ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর চাপিয়ে জল ঘোলা করতে চায় বিএনপি।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক দীপরাজ দাস দিপায়নের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ এমদাদুল হক ফাহিম, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা রাজু আহমদ রাজ ও রাহুল দেবনাথ।

আরও উপস্থিত ছিলেন নর্থইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা টুটুল দাস, বিপ্লব দেব নাথ, খায়রুল অপু, শুভ ধর, গোলাম কিবরিয়া, আবু সুফিয়ান, উজ্জল, জনি ভট্টাচার্য্য, সুব্রত তালুকদার, মৃদুল ভট্টাচার্য্য, আরিফ আহমদ, ফাহিম আহমদ, হামজা আহমেদ, সোহান আহমদ, আফজল আহমেদ, অজিত দাস অভি, হাদী নাঈম, লিডিং বিশ্ববিদ্যালয়ের সালেহ আহমদ রাফী, মো. তামজিদ, রাফিদ চৌধুরী, রাইয়ান আহমদ, ইমন আহমদ, মৃণাল কান্তি, অভি দে, তুষার দেবসহ অন্যরা।

সারাবাংলা/টিআর

বিক্ষোভ মিছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর