Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রের হাসপাতালে গুলি, বন্দুকধারীসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
২ জুন ২০২২ ১১:১০

ছবি: বিবিসি

মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের তুলসার একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। সন্দেহভাজন বন্দুকধারী ব্যক্তিটিও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। ঘটনার সময় তার হাতে একটি রাইফেল এবং একটি হ্যান্ডগান ছিল বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। খবর বিবিসি।

পুলিশ কর্মকর্তা জানান, গতকাল বুধবার (১ জুন) বিকেলে এ ঘটনা ঘটার তিন মিনিটের মধ্যে সেন্ট ফ্রান্সিস হাসপাতালে পৌঁছায় পুলিশ। এরপর পুলিশের পক্ষ থেকে জানানো হয় মৃতের সংখ্যা বেশি নয়। তবে অনেকে আহত হয়েছেন।

বিজ্ঞাপন

পুলিশের ডেপুটি চিফ এরিক ডালগ্লিশ বলেন, ‘এ ঘটনায় আমাদের চারজন বেসামরিক লোক নিহত গেছেন। এছাড়া একজন বন্দুকধারীও নিহত হয়েছেন।’

তিনি আরও বলেন, নিহত বন্দুকধারীর পরিচয় এখানো জানা যায়নি। তবে তিনি গুলির আঘাতে ক্ষতবিক্ষত হয়েছেন। বন্দুকধারী অত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সারাবাংলা/এনএস

ওকলাহোমা টপ নিউজ বন্দুক হামলা মার্কিন যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর