Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক সপ্তাহের মধ্যে ভোজ্যতেলের নতুন দাম

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জুন ২০২২ ১৫:১৩

ঢাকা: আগামী এক সপ্তাহের মধ্যে ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ করা হবে। তবে তেলের দাম বাড়বে না বলে আভাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (২ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্বিতীয় চা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী এ সব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমার ধারণা ভোজ্যতেলের দাম বাড়ার সম্ভাবনা নেই। নতুন দাম অনুযায়ী দামটা কমবে। পাম অয়েলের দামে তো যথেষ্ট প্রভাব পড়বে মনে করি। সয়াবিনে বাড়বে না, সে রকমই আমরা আশা করি।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমা শুরু হয়েছে। ইন্দোনেশিয়া রফতানি নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এক মাস, দুই মাস ধরে আমরা রিঅ্যাসেস করব। আগামী পাঁচ থেকে সাতদিনের মধ্যে মে মাসের পুরো তথ্য নিয়ে আমরা তেলের দাম রিভিউ করব।’

তিনি বলেন, ‘আমাদের কাছে যে রিপোর্ট আছে, আজকেও তেলের দাম কমেছে। আজকের দামের প্রভাব ফেলতে সময় লাগবে এক থেকে দেড় মাস।’

‘পাম অয়েলের দাম কমেছে এবং সয়াবিনের দাম কমার দিকে লক্ষ করা যাচ্ছে। ছয়-সাত দিনের মধ্যে যে সভাটা হবে, সেটি অ্যাসেস করে দেখে নতুন দাম নির্ধারণ করা হবে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাজারে ডলারে দাম বেড়েছে, পবিরহন ও কইন্টেইনার ভাড়া বেড়েছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরিপ্রেক্ষিতে গ্লোবাল মেম্বার হিসেবে এ বিপদ থেকে আমরাও বাইরে নেই।’

গত এক বছর ধরে দেশে ভোজ্যতেলের বাজারে অস্থিরতা চলছে।

ঈদের পরদিন গত ৫ মে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ১৯৮ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৮০ টাকা নির্ধারণের ঘোষণা দেওয়া হয়। এ সময় এক লাফে তেলের দাম ৪০ টাকা লিটারে বেড়ে যায়।

বিজ্ঞাপন

প্রতি লিটার বোতলের সয়াবিন তেলের দাম ১৬০ টাকা থেকে বাড়িয়ে সে সময় ১৯৮ টাকা করা হয়। ৫ লিটারের বোতলের দাম নির্ধারণ করা হয় ৯৮৫ টাকা। আর পরিশোধিত পাম সুপার তেলের প্রতি লিটারের সর্বোচ্চ খুচরা মূল্য ঠিক করে দেওয়া হয় ১৭২ টাকা, যা আগে ছিল ১৩০ টাকা।

সারাবাংলা/জিএস/একে

টিপু মুনশি বাণিজ্যমন্ত্রী ভোজ্যতেল সয়াবিন তেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর