ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত দুই লাখ শিশুকে জোর করে তুলে নিয়ে গেছে রাশিয়া এমন অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার (১ জুন) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জেলেনস্কি এ দাবি করেছেন।
আন্তর্জাতিক শিশু দিবসের প্রাক্কালে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, ৯৮ দিনের যুদ্ধে রুশ সেনাবাহিনীর আক্রমণে অন্তত ৬৯৮ শিশু আহত হয়েছে। এদের খবর জানা যাচ্ছে। কিন্তু, অনেক শিশু অপহরণের খবর জানা যায়নি। রুশ বাহিনী বর্তমানে যে অঞ্চলটি দখল করেছে, সেখানকার কোনো তথ্য নেই।’
জেলেনস্কি আরও বলেন, এ ধরনের অপরাধ মানে শুধু অপহরণ করে নিয়ে যাওয়া নয়। বরং তাদের নির্বাসিত করা, মন থেকে ইউক্রেনের স্মৃতি মুছে ফেলা এবং কখনোই ইউক্রেনে ফিরতে না দেওয়ার ঝুঁকি রয়েছে।
জেলেনস্কি দাবি করেছেন, ওই শিশুদের মধ্যে এতিমখানার শিশু, বাবা-মায়ের সঙ্গে থাকা শিশু ও অভিভাবকদের কাছ থেকে দূরে থাকা শিশুও রয়েছে।
রাশিয়ার সঙ্গে যুদ্ধে এখন পর্যন্ত ২৪৩ শিশু নিহত হয়েছে। এ ছাড়া ১৩৯ শিশু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।