‘প্রতিপক্ষকে দুর্বল ভাবা উচিৎ হবে না’
২ জুন ২০২২ ১৬:২৫
চট্টগ্রাম ব্যুরো: মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘স্বাধীনতাবিরোধী অপশক্তি আবারও তৎপর হয়ে উঠেছে। কোনোভাবেই প্রতিপক্ষকে দুর্বল ভাবা উচিৎ হবে না। কারণ তাদের আছে পেট্রোডলার। এই অপশক্তিই পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষকে হত্যা করেছিল। আমরা সেদিন নেতাকর্মীদের নিয়ে রাজপথে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলাম। এখন সময় এসেছে, তাদের আবারও রাজপথে মোকাবিলা করতে হবে।’
বৃহস্পতিবার (২ জুন) দুপুরে নগরীর পাঁচলাইশ ওয়ার্ডের চালিতাতলী এলাকায় প্রয়াত আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী খানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ১৯৯৯ সালের ২ জুন নগর আওয়ামী লীগের তৎকালীন শ্রম বিষয়ক সম্পাদক ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত আলী খানকে সন্ত্রাসীরা ব্রাশফায়ারে হত্যা করে।
আলোচনা সভায় নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ ও চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, দফতর সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ শমসের, বন পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, উপ প্রচার সম্পাদক শহিদুল আলম, কার্যনির্বাহী সদস্য মহব্বত আলী খান, প্রয়াতের সন্তান সাজ্জাদ আলী খান ইভান।
এছাড়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ এবং নগর শ্রমিক লীগ নেতা আবুল হোসেন আবু পৃথকভাবে প্রয়াতের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সারাবাংলা/আরডি/একেএম