Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মে মাসে কমলেও রেকর্ড রফতানির পথে দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট
২ জুন ২০২২ ১৮:৫৭

প্রতীকী ছবি

ঢাকা: ৯ মাস পর এসে সদ্যসমাপ্ত মে মাসে রফতানি আয় কমলেও অর্থবছরের হিসাবে রেকর্ড আয়ের পথে রয়েছে বাংলাদেশ। চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) ৪ হাজার ৭১৭ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে। এ আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৩৪ দশমিক শূন্য ৯ শতাংশ বেশি। এর আগে বাংলাদেশ থেকে কোনো অর্থবছরেই এত বেশি রফতানি হয়নি।

বৃহস্পতিবার (২ জুন) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সবশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

ইপিবির তথ্য বলছে, সদ্য শেষ হওয়া মে মাসে রফতানি হয়েছে ৩৮৩ কোটি ডলার। এ আয় লক্ষ্যমাত্রার চেয় ১ দশমিক ৬৪ শতাংশ কম। তবে গত অর্থবছরের মে মাসের চেয়ে রফতানি আয় বেড়েছে ২৩ দশমিক ২৪ শতাংশ। তথ্য বিশ্লেষণে জানা গেছে, গত আগস্টের পর থেকে একক মাস হিসাবে মে মাসের রফতানি আয়ই সর্বনিম্ন।

এদিকে, মে মাসে রফতানি কমলেও দেশের ইতিহাসে পণ্য রফতানি আয়ে রেকর্ড হতে যাচ্ছে। চলতি অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ রফতানি হবে। এরই মধ্যে রফতানি আয় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। অর্থবছরের প্রথম ১১ মাসে ৪ হাজার ৭১৭ কোটি ডলারের রফতানি আয় এসেছে। অর্থবছরের শেষ মাস জুনে আর ২৮৩ কোটি মার্কিন ডলার রফতানি হলেই অর্থবছরের মোট রফতানি আয় প্রথমবারের মতো ৫ হাজার কোটি ডলারের রেকর্ড স্পর্শ করবে। চলতি অর্থবছরের রফতানি আয়ের প্রবণতা অব্যাহত থাকলে এই মাইলফলক স্পর্শ করা সময়ের ব্যাপার বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে, দেশের ইতিহাসে সর্বোচ্চ রফতানি আয়ের রেকর্ড ৪ হাজার ৫৩ কোটি ডলার। সেই রেকর্ড হয়েছিল ২০১৮-১৯ অর্থবছরে। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে পরের বছরগুলোতে রফতানি আয় কমে যায়।

বিজ্ঞাপন

ইপিবির তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে ৩ হাজার ৮৫২ কোটি ডলারের পোশাক রফতানি হয়েছে। এ আয় গত বছরের একই সময়ের তুলনায় ৩৪ দশমিক ৮৭ শতাংশ বেশি। অর্থবছরের প্রথম ১১ মাসে কৃষি পণ্য রফতানি আয়ে প্রবৃদ্ধি ১১ শতাংশ, প্লাস্টিক পণ্যে ৩৬ শতাংশ, চামড়া ও চামড়াজাত পণ্যে ৩১ শতাংশ এবং হস্ত ও কুটিরশিল্প খাতে ২৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

সারাবাংলা/ইএইচটি/টিআর

ইপিবি রফতানি আয় রফতানি আয়ে রেকর্ড রফতানি উন্নয়ন ব্যুরো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর