Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গরু চরাতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুন ২০২২ ১৯:৫৮

প্রতীকী ছবি

হবিগঞ্জ: নবীগঞ্জ উপজেলায় গরু চরাতে গিয়ে বজ্রাঘাতে আব্দুল খালিক (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল খালিক পানিউমদা ইউনিয়নের পানিউমদা তেতৈয়াপাড়া গ্রামের মৃত আজমান উল্লাহর ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল থেকে থেমে বৃষ্টি হচ্ছিল। দুপুরে তেতৈয়াপাড়া গ্রামের আব্দুল খালিক গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে পার্শ্ববর্তী দীঘিরপাড় এলাকায় গরু চরাতে যান। এসময় বৃষ্টির সঙ্গে হঠাৎ করেই বজ্রপাত শুরু হয়। এতে বজ্রাঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় আব্দুল খালিকের।

পরে স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহিউদ্দিন বলেন, ‘স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহায়তা দেওয়া হবে।’

সারাবাংলা/এমও

কৃষকের মৃত্যু গরু বজ্রপাত

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর