Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন ঐক্য ফোরামের আন্দোলন স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুন ২০২২ ১১:৪১

ঢাকা: পদ্মা সেতু উদ্বোধনকে সামনে রেখে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন ঐক্য ফোরামের আন্দোলন স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফোরামের আহ্বায়ক মো. হেদায়েত হোসেন বলেন, প্রজাতন্ত্রের ১১-১২ গ্রেডভুক্ত কর্মচারীদের সাত দফা দাবি বাস্তবায়নে জাতীয়ভিত্তিক ১৬টি সংগঠনের সমন্বয়ে গঠিত ঐক্য ফোরামের উদ্যোগে ৩ জুন কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এক মহাসমাবেশের প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। দাবির বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সঙ্গে ২৯ ও ৩০ মে দুই দিন মতবিনিময়ে মিলিত হলে তিনি তাৎক্ষণিক মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সমন্বয়ে একটি সভা আহ্বানের সিদ্ধান্ত দেন। উক্ত সভায় ঐক্য ফোরামের কয়েকজন নেতৃবৃন্দ অংশগ্রহণের সিদ্ধান্তও জানানো হয়।

বিজ্ঞাপন

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে এবং সারা দেশের কর্মচারীদের প্রত্যাশা পূরণে সোনালী দ্বার উন্মোচিত হওয়ায় সমাবেশ স্থগিত করা হয় এবং আলোচনার ইতিচাক সংবাদ সর্বস্তরে অবহিত করার লক্ষ্যে রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটি প্রতিনিধি সভার আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, কিন্তু আমরা গভীরভাবে লক্ষ্য করছি, আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করতে যাচ্ছেন। এশিয়ার অন্যতম বৃহৎ স্থাপনা পদ্মা সেতু বাস্তবায়ন বাধাগ্রস্ত করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র সম্পর্কে আপনারা অবহিত আছেন। এ দেশের ১৮ কোটি মানুষের মর্যাদার প্রতীক বর্তমান সরকারের বৃহৎ সাফল্য পদ্মা সেতু উদ্বোধনের পূর্ব মুহূর্তে উন্নয়ন বিরোধী অপশক্তির পরিকল্পনা রয়েছে বলে আভাস পাওয়া যাচ্ছে। এ অবস্থায় প্রজাতন্ত্রের কর্মচারীদের যে কোনো সভা-সমাবেশে কোনো ধরনের অপশক্তি কর্তৃক নাশকতার বিষয়ে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। এ অবস্থায় সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন ঐক্য ফোরাম ৩ জুন সকাল ৯টায় বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিতব্য প্রতিনিধি সভা এই গুরুত্বপূর্ণ স্থাপনা উদ্বোধনের প্রাক্কালে স্থগিত করা হলো।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

ঐক্য ফোরাম সরকারি কর্মচারী

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর