Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাপড় দিয়ে আড়াল তৈরি করে বন্ধ দোকানে চুরি, গ্রেফতার ৬

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জুন ২০২২ ১৯:২২

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীর অস্ত্রশস্ত্রসহ ছয়জনকে গ্রেফতারের পর পুলিশ জানিয়েছে, তারা সংঘবদ্ধ আন্তঃজেলা চোর চক্রের সদস্য। দোকান বা মার্কেটের সামনে ছাতা কিংবা কাপড় দিয়ে আড়াল তৈরি করে তারা চুরি করে। মাত্র পাঁচ মিনিট সময় পেলেই তারা চুরি করে পালিয়ে যেতে সক্ষম হয়।

বৃহস্পতিবার (২ জুন) গভীর রাত ২টার দিকে নগরীর আকবর শাহ থানার ঈগল স্টার টেক্সটাইল মিলের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তারা চুরি-ডাকাতি সংঘটনের জন্য জড়ো হয়েছিল বলে জানিয়েছেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর।

গ্রেফতার ছয়জন হলেন অলি আহাম্মদ (৩৫), মো. জামাল (৩৭), বাছির হোসেন (৩২), মো. হাসান (৩২), ইমরান হোসেন (২৮) এবং মো. সোহাগ (২৮)। তাদের সবার বাড়ি কুমিল্লা জেলায়। তাদের কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র-কার্তুজ, খেলনা পিস্তল, ছোরাসহ চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ওসি ওয়ালী উদ্দিন আকবর সারাবাংলাকে বলেন, ‘গ্রেফতার ছয়জন একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তাদের চক্রে আরও সদস্য আছে। তারা শুধু চট্টগ্রাম শহরে চুরি করে এমন নয়, কুমিল্লা, ঢাকা মহানগর, বরিশালেও চুরির ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা আছে। এর আগে কয়েকবার তারা বিভিন্ন ঘটনায় গ্রেফতার হয়েছে। জামিনে বেরিয়ে এসে আবারও চুরিতে জড়িয়ে পড়ে। চোর হলেও তাদের কাছে অস্ত্র থাকে। অস্ত্র ঠেকিয়ে ডাকাতিও তারা সংঘটিত করে বলে আমর তাদের জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি।’

চুরির কৌশল সম্পর্কে অভিযানে অংশ নেয়া আকবর শাহ থানার উপ-পরিদর্শক (এসআই) অর্ণব বড়ুয়া সারাবাংলাকে বলেন, ‘বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা সিসি ক্যামেরার ফুটেজে তাদের চুরির পন্থা দেখে আমাদের বিস্মিত হতে হয়েছে। ৪-৫ জন বন্ধ অবস্থায় থাকা দোকান বা মার্কেটের সামনে আসে। দু’জন লুঙ্গি ঠিক করার মতো করে পাশাপাশি দাঁড়িয়ে লুঙ্গি মেলে আড়াল করে। আরেকজন মার্কেটের সামনে ছাতা খুলে ভেতরটা আড়াল করে, যাতে সামনের রাস্তা দিয়ে যাওয়া লোকজন কিছু খেয়াল করতে না পারে। বাকি দু’জন দ্রুত শার্টার কেটে ভেতরে ঢুকে টাকা নিয়ে পালিয়ে যায়।’

‘গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, এই অভিনব প্রক্রিয়ায় তারা নগরীর বিভিন্নস্থানে আরও বেশকিছু চুরি করেছে। এভাবে চুরি করতে তাদের সর্বোচ্চ সময় লাগে পাঁচ মিনিটের মতো। চুরির পর দ্রুত ওই এলাকা ছেড়ে চলে যায়। তারা কখনও রিকশা চালকের বেশে থাকে, কখনও বা পথচারীর বেশে টার্গেট করা দোকান-মার্কেট রেকি করে। এরপর ‍চুরি করতে নামে। কোথাও ধরা পড়ে যাবার মতো অবস্থা তৈরি হলে তারা অস্ত্র ঠেকিয়ে ভয় দেখিয়ে নির্বিঘ্নে সেখান থেকে চলে যায়’- বলেন এসআই অর্ণব

উল্লেখ্য গত বছরের ২৫ জুন এ ধরনের আরেকটি চক্রের তিন সদস্যকে আকবর শাহ থানা পুলিশ গ্রেফতার করেছিল।

সারাবাংলা/আরডি/একে

চট্টগ্রাম চুরি দোকানে চুরি


বিজ্ঞাপন
সর্বশেষ

ভূতের গলির বাসায় মিলল বৃদ্ধের মরদেহ
৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০

সম্পর্কিত খবর