মাতুয়াইলে যুবকের মরদেহ উদ্ধার
৩ জুন ২০২২ ২০:১৫
ঢাকা: রাজধানীর কদমতলী থানার মাতুয়াইল এলাকার একটি বাসা থেকে আশিকুল হক চৌধুরী (৩২) নামে এক যুবকের মুতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার মাতুয়াইল মেডিকেল রোডের একটি বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
মৃত আশিকুল ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর থানার মো. ফজলুল হক চৌধুরীর ছেলে। বর্তমানে রাজধানীর তেজতুরীপাড়া এলাকার একটি মেসে থাকতেন। তিনি একটি পত্রিকার ছাপাখানার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুবুল হক বলেন, গত ৩/৪ মাস আগে সাফিয়া ববেগম (২৭) নামের এক নারীর সঙ্গে আশিকুলের প্রেমের সম্পর্ক হয়। গতকাল রাত আড়াইটার দিকে আশিকুল সাফিয়ার সঙ্গে দেখা করতে তার মাতুয়াইলের ভাড়া বাসায় যান। সাফিয়ার ভাড়া বাসায় অসুস্থ হয়ে পড়ে আশিকুল। পরে ভোর ৪টার দিকে মারা যায়। সকালে খবর পেয়ে মাতুয়াইলের ভাড়া বাসা থেকে আশিকুলের মৃতদেহ উদ্ধার করি।
এসআই আরও বলেন, সাফিয়া নিজেই টহল পুলিশের কাছে আশিকুলের মৃত্যুর খবর দেন। সাফিয়া বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
এসআই বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে আশিকুলের মুখে ফেনা দেখতে। কোনো প্রকার যৌন উত্তেজক ওষুধ সেবন করেছিল কিনা! অথবা নেশা জাতীয় কোন কিছু খেয়েছিল কিনা তা জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
মৃত আশিকুলের ফুফাতো ভাই সাইফুল আলম লেলিন বলেন, ‘আশিকুলের মৃত্যু নিয়ে আমাদের কাছে যথেষ্ট সন্দেহ রয়েছে। আমাদের ধারণা তার স্বাভাবিক মৃত্যু হয়নি। আমরা পুলিশের কাছে অভিযোগ দিয়েছি। বাকিটা পুলিশের তদন্ত ও ময়নতদন্তের পর জানা যাবে।’
সারাবাংলা/এসএসআর/একে