Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় লটারির টিকেট কিনতে গিয়ে যুবক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২২ ২২:০০

বগুড়া: বগুড়ায় তাঁত ও বস্ত্র মেলার লটারির টিকেট কিনতে গিয়ে আল জামিও বনি (২২) নামে এক যুবক খুন হয়েছেন। শুক্রবার (৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া শহরের কলোনি এলাকায় এই খুনের ঘটনা ঘটে।
নিহত বনি শহরের মালতিনগর পশ্চিমপাড়ার দন্ত চিকিৎসক আনিছুর রহমান বাবুর ছেলে।

কলোনির কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে চলমান মাসব্যাপী তাঁত ও বস্ত্র মেলায় লটারির টিকেট শহরের বিভিন্ন পয়েন্টে বিক্রি করা হচ্ছে। কলোনি বটতলা এলাকায় তাজ ফার্মেসির সামনে চেয়ার-টেবিল নিয়ে বসে টিকেট বিক্রি করছিলো কয়েকজন যুবক। বনি সেখানে টিকেট কিনে তাদের টেবিলের সামনে থাকা বক্সে ফেলানোর সময় টিকিট বিক্রেতা এক যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ নিয়ে বিক্রেতা যুবকেরা এক হয়ে বনিকে মারধরের একপর্যায়ে বনির মাথায় ছুরিকাঘাত করে।

বিজ্ঞাপন

পরে স্থানীয় লোকজন বনিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এর কিছু সময় পর তিনি মারা যান।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার পরপরই হামলাকারীদের তথ্য সংগ্রহ করে পুলিশের একাধিক দল অভিযানে নেমেছে।’

সারাবাংলা/এমও

বগুড়া যুবক খুন লটারির টিকেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর