Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুরস্কের মুদ্রাস্ফীতি ৭৩.৫ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক
৩ জুন ২০২২ ২২:২৯

তুরস্কের বাৎসরিক মুদ্রাস্ফীতি রেকর্ড গড়েছে। গত বছরের মে মাসের তুলনায় চলতি বছরের মে মাসে মুদ্রাস্ফীতি বেড়েছে ৭৩.৫ শতাংশ— যা ১৯৯৮ সালের পর সর্বোচ্চ। ইউক্রেন যুদ্ধের প্রভাবে জ্বালানি দর বেড়ে যাওয়ায় বাড়তি মুদ্রাস্ফীতি আরও বেড়েছে বলে অর্থনীতিবিদরা জানিয়েছেন।

মার্কিন ডলারের বিপরীতে তুরস্কের মুদ্রা লিরার পতন ঘটছে অব্যাহতভাবে। মে মাসে প্রতি ১ ডলারের বিপরীতে লিরার দর দাঁড়ায় ১৬.৫০৫০। ২০২১ সালে লিরার পতন হয় ৪৪ শতাংশ এবং চলতি বছরে আরও ২০ শতাংশ।

বিজ্ঞাপন

গত বছর থেকেই তুরস্কের মুদ্রাস্ফীতি লাগাম ছাড়া। পরিবহন ও খাদ্যপণ্যের দর এক বছরে বেড়েছে যথাক্রমে ১০৮ এবং ৯২ শতাংশ। দেশজ উৎপাদিত পণ্যের দর বেড়েছে ১৩২. ১৬ শতাংশ।

তুরস্কের বাণিজ্য ঘাটতিও বেড়েছে। মে মাসে বাণিজ্য ঘাটতি ১৫৭ শতাংশ বেড়ে ১০.৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বাড়তি মূল্য দিয়ে জ্বালানি আমদানির ফলেই বাণিজ্য ঘাটতি প্রশস্ত হয়েছে।

চলতি বছরের বাকি সময় মুদ্রাস্ফীতি খুব একটা হ্রাস পাবে না বলে পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে, ২০২২ সালের শেষ নাগাদ মুদ্রাস্ফীতি কিছুটা কমে ৬৩ শতাংশ হতে পারে।

সারাবাংলা/আইই

তুরস্ক মুদ্রাস্ফীতি

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর