প্রধানমন্ত্রীকে হুমকির প্রতিবাদে গৌরব ’৭১ এর সমাবেশ
৩ জুন ২০২২ ২৩:৫৮
ঢাকা: ছাত্রদল কর্তৃক প্রকাশ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ঘটনায় প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গৌরব ’৭১।
শুক্রবার (৩ জুন) বিকেল ৪টায় শাহবাগ প্রজন্ম চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব পেয়েছি। আজকে তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তা ও বিচক্ষণতায় এদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। কিন্তু এসময়ে এসেও এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই।
তিনি বলেন, পঁচাত্তরে যারা হত্যাকারী ছিল আজকে আবার তাদেরই কণ্ঠে উচ্চারিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘিরে হুমকি।আমি এই ঘটনার ধিক্কার জানাই,তীব্র প্রতিবাদ জানাই। জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জের উপাচার্য অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদ বলেন, ‘স্বাধীনতা বিরোধী চক্র ও প্রেতাত্মরা এখনো এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
হুঁশিয়ারী দিয়ে তিনি বলেন, ‘যারা ঘুমিয়ে স্বপ্ন দেখছেন এদেশকে পঁচাত্তর বানাবেন কিন্তু লাভ নেই। আপনাদের এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আর বাস্তব হবে না।সকল ষড়যন্ত্রের মূল উপড়ে ফেলা হবে।’
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না, জাতির পিতাকে মানে না তারা আবারও আরেকটি পঁচাত্তর ঘটানোর পায়তারা করছে। কয়েকদিন ধরে বিএনপি সমর্থিত দলগুলো পঁচাত্তরের হতিয়ার বলে হাতিয়ার হিসেবে আরও একটি হত্যাকাণ্ডের মনমানসিকতা পোষণ করছে। এদেশে খুনিদের আর কোনো রক্তপাত করতে দেওয়া হবে না।’
তিনি গৌরব’ ৭১ এর এই প্রতিবাদী কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে এই স্লোগান উচ্চারণকারীদের শাস্তির দাবি জানান।
অভিনেত্রী তানভীন সুইটি বলেন, ৭৫’র ১৫ই আগস্টের ইতিহাস আমাদের সকলের জানা। কিন্তু এই ২২ এ এসেও ছাত্রদলের নেতা-কর্মীরা আবারও কোন সাহসে ‘পঁচাত্তরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’ এই খুন হুমকির স্লোগান দিচ্ছে? বাংলাদেশের সকল মানুষ জানে এটি ছিলো একটি হত্যাকাণ্ডের ইতিহাস। আর এই স্লোগান ছিল সেই খুনিদের হাতিয়ার।’
যারা এই দুঃসাহসিক স্লোগান দিয়ে আবারও ষড়যন্ত্র করার চেষ্টা করছে তাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার বলেন, ‘এদেশকে পঁচাত্তর করতে জীবনেও পারবেন না। সাহস থাকলে ঘোষণা দিতে রাজপথে নামেন। ১৯৭৫ সাল আর ২০২২ সাল এক নয়।’
গৌরব ’৭১ এর সাধারণ সম্পাদক এফএম শাহীন বলেন, ‘পঁচাত্তরের হাতিয়ার,গর্জে উঠুক আরেকবার’ স্লোগানটি অনেকের কাছে এটি শুধু একটা স্লোগান মনে হলেও আসলে ১৯৭৫ এর ১৫ আগস্টকে মনে করিয়ে দিল ছাত্রদল। এটি প্রকাশ্য হুমকি। জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি।’
গৌরব ’৭১ এর সভাপতি এসএম মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে এবং সংগঠনটির সাধারণ সম্পাদক এফএম শাহিনের সঞ্চালনায় এই প্রতিবাদ সমাবেশে বিবার্তা২৪ডটনেটের সম্পাদক বাণী ইয়াসমিন হাসি, বিবার্তার বার্তা সম্পাদক হাবিবুর রহমান রোমেল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ সহকারী গুলশাহানা ঊর্মি, গৌরব ’৭১ এর সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রুপমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ছাত্রদল উচ্চারণ করেছে ‘পঁচাত্তরের হাতিয়ার,গর্জে উঠুক আরেকবার’ স্লোগানটি। এর পরই এই স্লোগান ঘিরে শুরু হয় তীব্র সমালোচনা। এরই পরিপ্রেক্ষিতে আজ প্রতিবাদ সমাবেশ করেছে গৌরব ’৭১ সংগঠন।
সারাবাংলা/একে