Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদের বাজেট অধিবেশন শুরু রোববার

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ জুন ২০২২ ১৮:০৯

ঢাকা: একাদশ জাতীয় সংসদের চতুর্থ বাজেট অবিবেশন শুরু হচ্ছে রোববার (৫ জুন)। বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করবেন। এর আগে, ১৮ জুন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বাজেট অধিবেশন আহ্বান করেন।

মঙ্গলবার (৭ জুন) ২০২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। পরে, প্রস্তাবিত বাজেটের ওপর সংসদ সদস্যরা আলোচনা করবেন। লাগাতার আলোচনা শেষে ৩০ জুন প্রস্তাবিত বাজেট পাস হবে।

চলতি অধিবেশনে বাজেটের বাইরেও কিছু গুরুত্বপূর্ণ বিল উত্থাপন এবং আগে উত্থাপিত কিছু বিল পাস হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে।

এদিকে, সংসদের বাজেট অধিবেশনও করোনা মোকাবিলায় আরোপিত স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। এর আগের দুই অর্থবছরের বাজেট অধিবেশন কোভিড-১৯ মহামারি পরিস্থিতির মধ্যে সংক্ষিপ্ত পরিসরে আয়োজন করা হয়েছিল। এবার মহামারি পরিস্থিতি প্রায় স্বাভাবিক পর্যায়ে চলে আসলেও স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে।

সারাবাংলা/এএইচএইচ/একেএম

২০২২-২৩ অর্থবছরের বাজেট একাদশ সংসদ টপ নিউজ সংসদের বাজেট অধিবেশন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর