Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াকাটায় সাঁতার কাটতে নেমে নিখোঁজ, ৭ দিন পর চেন্নাইয়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুন ২০২২ ১৮:২৬

পটুয়াখালী: কুয়াকাটা সমুদ্র সৈকতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ পর্যটক ফিরোজ শিকদারের (২৭) সন্ধান পাওয়া গেছে। নিখোঁজের ৭ দিন পর শনিবার (৪ মে) দুপুরে তিনি তার বড় ভাই মাসুম সিকদারকে ভারতের চেন্নাই প্রদেশ থেকে ফোন দিয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বড় ভাই মাসুম সিকদার জানান, গত ২৭ মে দুপুরে বন্ধুদের সঙ্গে সমুদ্র সৈকতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হন ফিরোজ সিকাদর।

ফোনে ফিরোজের সঙ্গে কথা হওয়ার বিষয়টি জানিয়ে দিয়ে মাসুম বলেন, ‘সৈকতে গোসলে নামার পর ঢেউয়ের তোড়ে গভীর সমুদ্রে ভেসে যান ফিরোজ। পরে সমুদ্রে একটি কলাগাছে ২৪ ঘণ্টা ভাসার পর ভারতের জেলেরা তাকে উদ্ধার করে চেন্নাই প্রদেশে নিয়ে যায়। বর্তমানে তিনি ভারতীয় প্রশাসনের জিম্মায় রয়েছেন।’

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক জানান, বিষয়টি ফিরোজের ভাই নিশ্চিত করেছেন। আমরা খোঁজ খবর নিয়ে দেখছি।

সারাবাংলা/এমও

কুয়াকাটা খোঁজ মিলল চেন্নাই টপ নিউজ নিখোঁজ সাঁতার


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর