Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিবির গাড়ি ভাঙচুর, পুলিশের মোটরসাইকেলে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ জুন ২০২২ ১৯:৫৯

ঢাকা: রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের সামনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গাড়ি ভাঙচুর করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশের দুটি মোটরসাইকেলেও আগুন দেয় ক্ষুব্ধ শ্রমিকরা।

শনিবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মাহতাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘শনিবার দুপুরের দিকে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিক বেতন ভাতা বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। দিনভর পুলিশ তাদের বোঝাতে ব্যর্থ হয়ে সড়ক থেকে সরিয়ে দিতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে বিক্ষিপ্ত হয়ে পোশাক শ্রমিকদের একটি দল বিজিবির একটি গাড়ি ভাঙচুর করেছে।’

তবে ভাঙচুরের সময় গাড়িতে কোনো বিজিবি সদস্য ছিল না বলেও জানান তিনি।

এদিকে পল্লবী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসাদকে বলেন, ‘সকাল ১০ টার পর থেকে বিক্ষিপ্তভাবে কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। দুপুরের পর আরও কিছু কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ করেন। পরে বিকেলে অবরোধ শেষে যাওয়ার সময় তারা বিজিবির একটি খালি বাসে ভাঙচুর চালান। এসময় পুলিশের দুটি মোটরসাইকেলেও আগুন দেন।’

পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এর আগে নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে জীবনযাত্রার ব্যয়ভার মেটানো সম্ভব হচ্ছে না জানিয়ে মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে অবরোধকারীরা। দুপুর ১২টার দিকে মিরপুর-১৩ নম্বরে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সড়কে নেমে আসেন। তাদের দাবি- হয় বেতন বাড়াতে হবে, নয়ত নিত্যপণ্যের দাম কমাতে হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/একে

আগুন বিজিবি ভাঙচুর

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর