Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহে কৃষক মিলন হত্যা: ২ জনের যাবজ্জীবন


১৯ এপ্রিল ২০১৮ ১৬:৪৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।। 

ঝিনাইদহ: সদর উপজেলার নারিকেল বাড়ীয়া গ্রামে কৃষক মিলন হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক মো. গোলাম আযম এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, নারিকেল বাড়ীয়া গ্রামের মনছের আলী ও রবিউল ইসলাম। এর মধ্যে রবিউল ইসলাম পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ৬ জানুয়ারি রাতে পূর্ব শত্রুতার জের ধরে সদর উপজেলার নারিকেল বাড়ীয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে মিলনকে প্রতিপক্ষরা বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পরদিন সকালে বাড়ির পাশের একটি মাঠ থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ১৯ জনকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে ৮ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে বৃহস্পতিবার রবিউল ইসলাম ও মনছের আলী নামের দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেন বিচারক।

সারাবাংলা/টিএম/এমএস

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর