Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার সাক্ষাত না পেয়ে ফিরে গেলেন তিন শীর্ষ নেতা


১৯ এপ্রিল ২০১৮ ১৬:৫৫

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাক্ষাত না পেয়ে ফিরে গেলেন বিএনপি মহাসচিবসহ তিন শীর্ষ নেতা। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিকেলে নাজিমউদ্দিন রোডের বিশেষ কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি না পেয়ে তারা ফিরে যান।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান। বেলা তিনটা দিকে কারাগারের সামনে  আসেন এই তিন নেতা। প্রায় আধঘণ্টা অপেক্ষার পরও তাদের ভেতরে প্রবেশের অনুমতি মেলেনি।

এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘আমরা সাক্ষাতের জন্য আগেই অনুমতি চেয়েছিলাম। গত পরশু (১৭ এপ্রিল) আমাদের একটা সময় দেওয়া হয়েছিল। তারপর তা বাতিল করে আজ বৃহস্পতিবার অাবারও সময় দেওয়া হয় বিকাল ৩টা থেকে ৪টার মধ্যে। অামরা সেজন্যই এসেছিলাম। কিন্তু কারাগারে অাসার পরে আমাদের বলা হলো, অাজও সম্ভব হচ্ছে না। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, অাগামী দুই-একদিনের মধ্যে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে আমাদের সাক্ষাৎ হতে পারে। ।’

কী কারণে আজ দেখা করতে  দেয়নি, এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিবের উত্তর, ‘এটা আমরা বলতে পারবো না। উনারা বলেছেন, অাইজি সাহেব নেই। তিনি কাশিমপুরে গেছেন, এটাই বলেছেন।’

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কারাগারের একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘আইজি প্রিজন না থাকায় বিএনপি নেতারা আজ প্রবেশ করতে পারেননি। তবে দুই দিন পর তারা সাক্ষাৎ করতে পারবেন। এক্ষেত্রে অনুমতি নেওয়ার কোনও প্রয়োজন হবে না।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ডাদেশ ঘোষণা করেন রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত ড. আখতারুজ্জামানের পঞ্চম বিশেষ জজ আদালত। এরপর তাকে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এরপর কারাগারের ডে কেয়ার সেন্টারটিকে ‘সাব জেল’ ঘোষণা করে সেখানে রাখা হয় তাকে।

সারাবাংলা/এআই/এমএইচ/এমএস

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook 


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর