Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭৫’র হাতিয়ারের জবাব ৭১’র দিয়ে দিতে চান নাছির

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ জুন ২০২২ ২৩:০৪

চট্টগ্রাম ব্যুরো : ‘পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ বক্তব্য দাতাদের একাত্তরের হাতিয়ার দিয়ে পরাস্ত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শনিবার (৪ জুন) বিকেলে নগরীর লালদিঘী ময়দানে জেলা পরিষদ চত্বরে নগর আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ আহ্বান জানান। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগ এনে এর প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুনের উত্তরাধিকাররা বিএনপির নামে মাঠে নেমেছে। তারা মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির এজেন্ডা বাস্তবায়নের জন্য শেখ হাসিনাকে হত্যা করতে চায়। শেখ হাসিনাকে তারা ১৯ বার হত্যার চেষ্টা করেছে। বারবার ব্যর্থ হয়ে এবার বলছে- পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এর জবাব হবে একটিই, একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। শেখ হাসিনার হুকুমের অপেক্ষা শুধু। একাত্তরের হাতিয়ার, একাত্তরের চেতনা অন্তরে ধারণ করে বিএনপিকে ধ্বংস করা সময়ের ব্যাপার মাত্র।’

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক হাছান মাহমুদ হাসনীর সঞ্চালনায় সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেন, শ্রম সম্পাদক আব্দুল আহাদ, নির্বাহী সদস্য জাফর আলম চৌধুরী বক্তব্য দেন।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর বাংলাদেশ ব্যাংক, কোতোয়ালি মোড়, দোস্ত বিল্ডিং, নিউমার্কেট হয়ে আমতল দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ

শনিবার বিকেলে নগরীর পুরাতন রেলস্টেশন চত্বরে প্রতিবাদ সমাবেশ করেছে নগর স্বেচ্ছাসেবক লীগ। সংগঠনটির নগর কমিটির সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় সমাবেশে সহ-সভাপতি হেলাল উদ্দিন, কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, তসলিম উদ্দিন, সুজিত দাস, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, আজিজ মিছির, আজাদ খান অভি, আব্দুর রশিদ লোকমান ও মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দীন, আবদুল্লাহ আল মামুন ও সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, সাংগঠনিক সম্পাদক মাসুদ খান, মো. সালাউদ্দিন, দেবাশিষ আর্চায্য বক্তব্য দেন।

স্বেচ্ছাসেবক লীগ নেতারা বলেন, বাঙালি জাতির আবেগ ও শেষ আশ্রয়স্থল শেখ হাসিনা। তাকে যারা হত্যার হুমকি দিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

চট্টগ্রাম মহানগর মহিলা লীগ

শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে নগর মহিলা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. অনুপম সেন। তিনি বলেন, ‘একাত্তরের পরাজিত শক্তি আরেকটি পনের আগস্ট ঘটাতে চায়। তাদের মোকাবিলায় নারীসমাজকে এগিয়ে আসতে হবে।’

নগর মহিলা লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নীলু নাগের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তৃতা করেন- সহ সভাপতি মমতাজ খান, যুগ্ম সম্পাদক মালেকা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক খুরশিদা বেগম, দফতর সম্পাদক হাসিনা আক্তার টুনু, শিল্প ও বাণিজ্য সম্পাদক হুরে আরা বিউটি, শ্রম সম্পাদক লায়লা আক্তার এটলী, মা ও শিশুবিষয়ক সম্পাদক শারমীন ফারুক, ধর্ম সম্পাদক আয়শা আলম চৌধুরী।

সারাবাংলা/আরডি/পিটিএম

আ জ ম নাছির উদ্দীন আওয়ামী লীগ মহিলা আওয়ামী লীগ

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর