সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে আগুন, আহত শতাধিক
৫ জুন ২০২২ ০০:১৯
চট্টগ্রাম: সীতাকুণ্ডের ভাটিয়ারিতে ব্যক্তি মালিকানাধীন আইসিডি বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় আহত ও দগ্ধ শতাধিক ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক বলেন, ‘কনটেইনার ডিপোতে আগুনের ঘটনায় আহত অবস্থায় অনেকে হাসপাতালে এসেছেন। অনেক মানে অনেক, আমরা গুনে শেষ করতে পারিনি। পরে বিস্তারিত জানানো যাবে।’
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিউটন দাশ জানান, বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নেভাতে আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের দিকে যাচ্ছে বলেও জানান তিনি।
ফায়ার সার্ভিসের চট্টগ্রামের বিভাগীয় সহকারী পরিচালক ফারুক হোসেন বলেন, ‘আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।’
স্থানীয়রা জানিয়েছেন, বিকট শব্দের একটি বিস্ফোরণের একটি শব্দ তারা পেয়েছেন। এরপর আগুন ও ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখেন তারা। ধারণা করা হচ্ছে কনটেইনারে বিস্ফোরকজাতীয় দ্রব্যের কারণে এই আগুনের সূত্রপাত হতে পারে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।
সারাবাংলা/আরডি/এমও