ঢাকা: বেতন ভাতা বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর মিরপুর-১০ গোলচত্বর অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এ সময় তারা নির্বাচন কমিশনার মো. আলমগীরকে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশের হস্তক্ষেপে নির্বাচন কমিশনারকে মুক্ত করা হয়।
রোববার (৫ জুন) সকাল সাড়ে ৯টা থেকে অবরোধ শুরু করে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। মিরপুরের বিভাগের উপ কমিশনার আ স ম মাহতাব উদ্দিন এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, শ্রমিকরা যাতে বিশৃঙ্খলা করতে না পারে, সড়কে যাতে কোনো ভাঙচুর চালাতে না পারে, সেজন্য রায়ট কার, এপিসি কার মোতায়েন করা হয়েছে।
এর আগে গতকাল (৪ জুন) বেলা ১১টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তাদের দাবি, নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে জীবনযাত্রার ব্যয়ভার মেটানো সম্ভব হচ্ছে না। হয় বেতন বাড়াতে হবে, নয়তো নিত্যপণ্যের দাম কমাতে হবে।
ওইদিন বিকেলে পুলিশ তাদের সরিয়ে দিলে বিক্ষুব্ধ হয়ে বিজিবির একটি গাড়ি ভাঙচুর করে শ্রমিকরা। এরপর পুলিশের দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।