Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে কমতে শুরু করেছে চালের দাম

লোকাল করেসপন্ডেন্ট
৫ জুন ২০২২ ১৫:২২

হিলি: অভিযানের সুফল মিলতে শুরু করেছে হিলির পাইকারি ও খুচরা চালের বাজারে। কমতে শুরু করেছে সবধরনের চালের দাম। দুই দিনের ব্যবধানে ৫০ কেজি প্রতি বস্তা চালের দাম প্রকারভেদে কমেছে ১৫০ থেকে ২০০ টাকা। এতে ক্রেতাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরলেও দাম আরও কমাতে নিয়মিত বাজার মনিটরিং দাবি তাদের।

হিলি বাজারে দুই দিন আগে মিনিকেট জাতের চাল ৬৬ টাকা বিক্রি হলেও এখন তা কেজিতে ৪ টাকা কমে বিক্রি হচ্ছে ৬২ টাকা কেজি দরে। আটাশ ৫২ টাকা বিক্রি হলেও তা বিক্রি হচ্ছে ৪৮ টাকা কেজিতে। এছাড়াও স্বর্ণা-৫ জাতের চাল কেজিতে কমেছে ৩ টাকা।

দাম কমার কারণ হিসেবে ব্যবসায়ীরা জানান, সারাদেশে সরকারের অভিযানের ফলে মিল থেকে চাল বিক্রি শুরু করেছে মিল মালিকরা। অন্যদিকে ধানের দাম কমে যাওয়ায় চালের বাজারে কমতে শুরু করেছে দাম। দাম কমলেও বাজারে দেখা মিলছে না ক্রেতার। নতুন চাল বাজারে আসলে আরও দাম কমবে বলে জানান তারা।

সারাবাংলা/এএম


বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৮

সম্পর্কিত খবর