Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীতাকুণ্ডে বিস্ফোরণ: ১ কোটি টাকা বরাদ্দ দুর্যোগ মন্ত্রণালয়ের

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জুন ২০২২ ১৫:৩৪

ঢাকা: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় হতাহত ও ক্ষতিগ্রস্তদের জন্য এক কোটি টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

রোববার (৫ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়— চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে হতাহত ও ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা হিসেবে বিতরণের লক্ষ্যে নগদ এক কোটি টাকা এবং এক হাজার শুকনা ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে।

সীতাকুণ্ডের ভাটিয়ারীর বিএম কনটেইনার ডিপোতে শনিবার রাতে আগুন ধরে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে।

দগ্ধ পুলিশের এক কর্মকর্তাসহ তিনজনকে ভর্তি করা হয়েছে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

সারাবাংলা/জিএস/একে

বিএম কনটেইনার ডিপো বিস্ফোরণ সীতাকুণ্ডে বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর