Friday 16 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মননে যুক্তি, বিশ্বাসে চেতনা, দখিনা বাতাসে, আগামীর প্রেরণা


১৯ এপ্রিল ২০১৮ ১৭:১৮

।।সারাবাংলা ডেস্ক ।।

মুক্ত চেতনা, যুক্তিনির্ভর এবং পরমসহিঞ্চু সমাজ নির্মাণে বদ্ধপরিকর বাংলাদেশের বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) এর খুলনা অঞ্চলের আয়োজনে আগামী ২০ এপ্রিল ২০১৮ (শুক্রবার) খুলনা পাবলিক কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে “পাঞ্জেরী ৫ম এনডিএফ বিডি খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব, ২০১৮”।

“মননে যুক্তি, বিশ্বাসে চেতনা, দখিনা বাতাসে, আগামীর প্রেরণা” দিনব্যাপী তারুণ্যের এই মহা-উৎসবে খুলনাসহ খুলনা বিভাগের অন্যান্য জেলার শ্রেষ্ঠ সরকারি ও বেসরকারি বাংলা ও ইংরেজি মাধ্যমের স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১০০০ জন মেধাবী শিক্ষক, শিক্ষার্থী ও ডিবেট ক্লাব মডারেটরগণ উপস্থিত হবেন।

এ উৎসবে আরও থাকবে বর্ণাঢ্য র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, বিভিন্ন ধরণের প্রতীকি বিতর্ক, কর্মশালা, বিতর্ক প্রতিযোগিতাসহ অনেক আয়োজন।

উৎসবে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে খুলনা বিভাগীয় কমিশনার জনাব লোকমান মিয়া এবং কুষ্টিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয়ের, বাংলাদেশ এর মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী।

উৎসবে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোঃ জাহাঙ্গীর আলম, এইসি, কলেজ খুলনা সরকারী মহিলা কলেজ এর উপাধ্যক্ষ প্রফেসর ড. মিজানুর রহমান, আইসিএমএবি এর খুলনা শাখার সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল মোতালেব, খুলনা প্রেস ক্লাব এর সভাপতি জনাব ফারুখ আহমেদ , পাঞ্জেরী পাবলিকেশন্স লি. এর হেড অব মার্কেটিং জনাব সাজেদুল ইসলাম, এনডিএফ বিডি খুলনা জোন এর মডারেটর তাকদীরুল গনী সহ সরকারী ও বেসরকারি উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

বিতর্ক শিল্পের প্রসার ও শিক্ষায় বিশেষ অবদানের জন্য বিশিষ্ট শিক্ষাবিদ ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলমগীরকে আজীবন সম্মাননা প্রদান করা হবে। খুলনা অঞ্চলের সর্ববৃহৎ এ বিতর্ক উৎসবে সভাপতিত্ব করবেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর চেয়ারম্যান জনাব একেএম শোয়েব ।

এ উৎসবে মিডিয়া পার্টনার সারাবাংলা.নেট।

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর