Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীতাকুণ্ডে আগুন: ফায়ার ফাইটার আলাউদ্দিনকে হারিয়ে পাগলপ্রায় মা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুন ২০২২ ১৮:২৭

নোয়াখালী: চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে নিখোঁজ ফায়ার ফাইটার মো. আলাউদ্দিনের (৩৬) মৃত্যু হয়েছে। নিহত আলাউদ্দিন নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুর রশিদের ছেলে।

রোববার (৫ জুন) দুপুরে তিনিই বিষয়টি নিশ্চিত করেছেন। আব্দুর রশিদ বলেন, ‘আলাউদ্দিন আমার সেঝো ছেলে। সে সীতাকুণ্ডের কুমিরা ফায়ার সার্ভিসের কর্মী ছিল। আগুন নেভাতে গিয়ে তার মৃত্যু হয়েছে। তার ৩ বছরের ছেলে আছে। হাসপাতাল থেকে খবর পেলাম আমার ছেলে মারা গেছে।’

আলাউদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সন্তান হারিয়ে পাগলপ্রায় মা মমতাজ বেগম। ববন্ধুবান্ধব ও এলাকাবাসী মেনে নিতে পারছেন না এই মৃত্যু।

বিলাপ করতে করতে আলাউদ্দিনের মা মমতাজ বেগম বলছেন, ‘আমার বাপে কই গেলো। তারে আমার কাছে আইনা দেন। সে কোনোদিন কারও সঙ্গে খারাপ ব্যবহার করে নাই। আমার পোলারে আইনা দেন।’

নিহতের বড় ভাই নাসির উদ্দীন বলেন, ‘সে প্রথম ইউনিটের সদস্য হিসেবে আগুন নেভাতে কাজ করেছে। এরপর বিস্ফোরণের সময় থেকে নিখোঁজ ছিল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার নিহতের খবর এসেছে।’

উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের ঘটনায় ৪৯ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন আরও দুই শতাধিক মানুষ।

আরও পড়ুন: 
সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে আগুন, আহত শতাধিক
সীতাকুণ্ডে বিস্ফোরণে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
কনটেইনার ডিপোতে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩২
সীতাকুণ্ডে হতাহতদের জন্য ক্রিকেটারদের সাহায্য প্রার্থনা
সীতাকুণ্ডে বিস্ফোরণ, পুলিশ সদস্যসহ ৩ জন বার্ন ইনস্টিটিউটে
‘হাইড্রোজেন পার-অক্সাইড ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রণে আসছে না’

সারাবাংলা/এমও

আলাউদ্দিন পাগলপ্রায় মা ফায়ার ফাইটার সীতাকুণ্ডে আগুন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর