Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীতাকুণ্ডে আগুন: পা হারানো পুলিশ সদস্য তুহিনও রাঙ্গামাটির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুন ২০২২ ১৯:২৩

রাঙ্গামাটি: চট্টগ্রামের সীতাকুণ্ডে বি এম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত দুই ফায়ার ফাইটার ছাড়াও পা হারানো পুলিশ সদস্য তুহিন হোসেনক (২৭) রাঙ্গামাটির সন্তান।

তুহিন রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১২ ব্যাচের শিক্ষার্থী। তিনি শহরের রিজার্ভ মুখ পুলিশ লাইন পুলিশ হাসপাতালের পাশে বসবাসকারী মো. লোকমান হোসেনের ছেলে। তিন ভাই-বোনের মধ্যে তুহিন সবার বড়। তার ছোট দুই বোন রয়েছে।

শনিবার রাতে সীতাকুণ্ড অগ্নিকাণ্ডের ঘটনায় তুহিন সেখানে দায়িত্বরত ছিলেন বলে জানা গেছে। সেসময় বিস্ফোরণের ঘটনায় সে পা হারায়। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সার্জারি করা হয়।

সার্জারিতে তার ডান পায়ের পাতাসহ গোড়ালি কেটে ফেলা হয়েছে। আহত তুহিন হোসেন এখন শঙ্কামুক্ত রয়েছে বলে জানা গেছে।

তুহিন হোসেনের বাবা মো. লোকমান হোসেন বলেন, ‘তুহিন এখন মোটামুটি ভালো আছে। তার পায়ের পাতাসহ গোড়ালি কেটে ফেলা হয়েছে। ছেলেটা পঙ্গু হয়ে গেল।’

সারাবাংলা/এমও

পুলিশ সদস্য রাঙ্গামাটি সীতাকুণ্ডে আগুন


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর