Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কনটেইনার ডিপোর আগুন নেভাতে জীবন দিলো মানিকগঞ্জের রানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুন ২০২২ ২০:৫৮

মানিকগঞ্জ: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর আগুন নেভাতে গিয়ে জীবন দিয়েছেন ফায়ারম্যান রানা মিয়া (২২)। মা রেনু বেগম ও ছোট ভাই সাজেদুল মিয়া এখনও জানে না রানা আর নেই। শনিবার রাতে বিএম কন্টেইনার ডিপোর আগুন নেভাতে গিয়ে নিখোঁজ হন রানা।

রোববার (৫ জুন) দুপুরে তার মরদেহ শনাক্ত করেন ভগ্নিপতি বিজিবি সদস্য রাসেল শেখ। রানার বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার নবগ্রাম গ্রামে।

রানার প্রতিবেশী শিবালয় ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য মনির হোসেন জানান, রানার বাবা পান্নু মিয়া ঢাকা থাকেন। রানারা তিন ভাইবোন। তার ছোট এক ভাই সাজেদুল মিয়া আর বন্যা নামে এক বোন আছে। তার ছোট ভাই আর মা জানেনা রানা মিয়া আগুন নিভাতে গিয়ে জীবন দিয়েছেন। রানার লাশ শনাক্ত হওয়ার পর তার মামা ইউসুফ আলী চট্টগ্রাম মেডিকেল কলেজে গেছেন রানা মিয়ার লাশ আনতে গিয়েছেন।

রানার ভগ্নিপতি বিজিবি সদস্য রাসেল শেখ নিশ্চিত করেছেন, আগুন নিভাতে গিয়ে যে কয়জন মারা গেছেন তাদের মধ্যে রানা মিয়া রয়েছে। রানা মিয়া ২০২০ সালে ফায়ার সার্ভিসে যোগ দেন। বর্তমানে তিনি চট্টগ্রামের কমিরা ফায়ার স্টেশনের কর্মরত ছিলেন। আনুষ্ঠানিকতা শেষ হলে রানার লাশ মানিকগঞ্জে নিয়ে আসা হবে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, ‘ফায়ার সার্ভিসের একজন সদস্য চট্টগ্রামের সীতাকুণ্ডে নিহত হয়েছেন, যার বাড়ি শিবালয়ের নবগ্রামে। শিবালয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা মজিবুর রহমান বিষয়টি আমাকে নিশ্চিত করেছেন।’

সারাবাংলা/এমও

আগুন কনটেইনার ডিপো মানিকগঞ্জের রানা সীতাকুণ্ডে আগুন

বিজ্ঞাপন

নতুন অধিনায়ক পেল ইংল্যান্ড
৭ এপ্রিল ২০২৫ ১৮:৩৪

আরো

সম্পর্কিত খবর