Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক
৬ জুন ২০২২ ০৮:৫৯

রাশিয়ার অব্যাহত হুমকির মধ্যেই ইউক্রেনের জন্য এম২৭০ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। সোমবার (৬ জুন) ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ব্রিটেনের এই অস্ত্র সহায়তা ইউক্রেনে পাঠানো হচ্ছে। এর আগের সপ্তাহে, মার্কিন প্রশাসনও ইউক্রেনে একই ধরনের অস্ত্র সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল।

এদিকে, ব্রিটেনের এই অস্ত্র সহায়তার খবরে রুশ প্রশাসন উত্তেজিত প্রতিক্রিয়া দেখিয়েছে। প্রেসিডেন্ট পুতিন বলেছেন, যদি ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানো হয়; তবে আরও নতুন নতুন লক্ষ্যবস্তুতে আঘাত হানবে রাশিয়া।

অন্যদিকে, ক্ষেপণাস্ত্র কিভাবে ব্যবহার করতে হবে সে সংক্রান্ত প্রশিক্ষণ দিতে ব্রিটিশ সেনাসদস্যরা সামনের সপ্তাহেই ইউক্রেন যাবেন বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।

তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত আগ্রাসন মোকাবিলায় এ ধরনের অস্ত্র ইউক্রেনকে সাহায্য করবে।

সারাবাংলা/একেএম

ইউক্রেন ইউক্রেন যুদ্ধ টপ নিউজ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্রিটেন যুক্তরাষ্ট্র রাশিয়া

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর