চট্টগ্রাম: সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণে নিহত লাশের পরিচয় শনাক্ত করতে ডিএনএ টেস্ট করার উদ্যোগ নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (৬ জুন) সকাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নির্ধারিত বুথে এসব নমুনা সংগ্রহ শুরু করেছে সিআইডির ফরেনসিক বিভাগ।
চট্টগ্রাম সিআইডির এডিশনাল এসপি জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, নিখোঁজ ব্যক্তির বাবা-মা, ভাইবোন ও সন্তানদের মধ্যে যেকোনো দুইজনের নমুনা সংগ্রহ করা হচ্ছে। যেসব লাশের পরিচয় মেলেনি, সেসব লাশের সঙ্গে এসব ডিএনএ মিলিয়ে পরিচয় শনাক্ত করা হবে।
শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের ওই ডিপোতে আগুন লাগে। দ্রুত সে আগুন ছড়িয়ে পড়তে থাকে। একের পর এক কনটেইনার বিস্ফোরিত হয়। কনটেইনারে বিভিন্ন ধরনের রাসায়নিক থাকায় সে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যাপক বেগ পেতে হয়।
আগুন লাগার প্রায় ২৬ ঘণ্টা পরও ফায়ার সার্ভিস বলছে, আগুন নতুন করে আর ছড়াবে না। তবে পুরোপুরি নিভতে আরও সময় লাগবে। ভয়াবহ এ আগুনে ফায়ার সার্ভিসের কমপক্ষে ৯ কর্মীসহ ৪৯ জনের প্রাণহানির তথ্য জানিয়েছে জেলা প্রশাসন। আহত ও দগ্ধের সংখ্যা প্রায় দুইশ।