কারখানার মালিক পলাতক, সেলাই মেশিন বিক্রি করে শ্রমিকদের বেতন শোধ
৬ জুন ২০২২ ১৪:৩৭
ঢাকা: কারখানার মালিক পলাতক থাকায় বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা আন্দোলন করছিলেন। অবশেষে সুরাহা হলো আন্দোলনের। তালাবদ্ধ ওই কারখানার সেলাই মেশিনগুলো বিক্রি করে দিয়ে বিক্ষুব্ধ শ্রমিকের বেতন পরিশোধ করেছেন স্থানীয় গণ্যমান্যরা।
টেন্ডারের মাধ্যমে সোমবার (৬ জুন) ওই কারখানার ১০৮ টি সেলাই মেশিন সাত লাখ টাকায় বিক্রি করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শ্রমিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আশুলিয়া ইউনিয়নের আউকপাড়া এলাকায় বাংলার ফ্যাশন গার্মেন্টস লিমিটেডে এ ব্যতিক্রমর্ধী ঘটনা ঘটে।
ভবন মালিক তাসলিমা জানান, গত বছরের ডিসেম্বর মাসে তার বিল্ডিংয়ের ছয় তলা ভবনের দুটি ফ্লোর ভাড়া নিয়ে একশ বিশ জন শ্রমিক দিয়ে বাংলার ফ্যাশন গার্মেন্টস লিমিটেড চালু করেন তরুণ উদ্যোক্তা সোহরাব হোসেন। কারখানাটিতে জিন্স প্যান্ট উৎপাদন করা হতো। কিন্তু কয়েকমাস যেতে না যেতেই ফ্লোরের ভাড়া পরিশোধ না করে কারখানার মালিক তালা ঝুলিয়ে দেন। এতে শ্রমিকদের বেতনও বাকি পড়ে।
গত কয়েকদিন ধরে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে কারখানাটির সামনে অবস্থান নিলে ভবন মালিকের মাঝে আতঙ্ক দেখা দেয়। এই অবস্থায় সোমবার সকালে আশুলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আজাদ উজ্জল, শ্রমিক নেতা ছারোয়ারসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মেশিনপত্র বিক্রি করে দেওয়া হয়।
টেন্ডারের মাধ্যমে মেশিনপত্র ক্রয় করেন আমির এন্টার প্রাইজের মালিক আমির হোসেন ইমন।
সারাবাংলা/একে