Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কন্টেইনার বিস্ফোরণের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুন ২০২২ ১৭:০৪

ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের কারণে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধদেরর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে। এছাড়া ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (৬ জুন) বেলা সোয়া ২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের দেখে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগুনের ঘটনাটি খুবই মর্মান্তিক। এ ঘটনায় হতাহতের সংখ্যা অনেক। নিহতদের মধ্যে ফায়ার কর্মী আছে। তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি ‘

তিনি বলেন, ‘দগ্ধদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে। এই ঘটনায় যারা দায়ী তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগুনের ঘটনায় প্রধানমন্ত্রী নিজেই খোঁজ-খবর নিচ্ছেন। আমাদের দিকনির্দেশনা দিচ্ছেন। আমরা হাসপতালে দিকনির্দেশনা দিয়ে দিয়েছি। ইতোমধ্যে ডা. সামন্ত লাল একটি টিম নিয়ে চট্টগ্রামে গেছেন। ডিজি হেলথ থেকেও টিম গেছে। আরও সব হাসপাতালের চিকিৎসকরা যুক্ত হয়ে চিকিৎসা দিচ্ছেন।’

জানা গেছে, বার্ন ইনস্টিটিউটে ১৪জন ভর্তি রয়েছেন। এর মধ্যে চারজন আইসিইউতে আছে। তাদের অবস্থা ভেরি ক্রিটিক্যাল। তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। চট্রগ্রামে যে সকল রোগী বেশী খারাপ তাদেরকে ঢাকায় নিয়ে আসতে বলা হয়েছে। আজকেও আরো ৪থেকে ৫জন রোগী আসবে।

এ সময় বার্ন ইনস্টিটিউটে আরও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির এবং বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/পিটিএম

জাহিদ মালেক স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর