Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিহত প্রত্যেক ফায়ার ফাইটারের পরিবার পাবে ১৫ লাখ টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ জুন ২০২২ ১৮:১৬

ঢাকা: চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত ফায়ার সর্ভিসের কর্মীদের পরিবারকে ১৫ লাখ করে টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন বিএম ডিপোর মালিকানা প্রতিষ্ঠান স্মার্ট গ্রুপের জেনারেল ম্যানেজার (জি এম) মেজর (অব.) শামসুল হায়দার সিদ্দিকী।

সোমবার (৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘যারা গুরুতর আহত বা যাদের অঙ্গহানি হয়েছে তাদের প্রত্যেককে ১০ লাখ টাকা আর যারা এমনি আহত হয়েছেন তাদের প্রত্যেককে কোম্পানির পক্ষ থেকে ৬ লাখ করে টাকা দেওয়া হবে।’

কোম্পানির জি এম বলেন, ‘দুর্ঘটনার পর ২০ টি অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে বহন করতে সার্বক্ষণিক কাজ করছে। কোম্পানি ৫০০ জন লোককে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। তাদের মধ্যে প্রায় ২০০ জন লোক রক্তদান করেছেন। সার্বক্ষণিক দুটি দোকানকে ওষুধের জন্য প্রস্তুত রাখা হয়েছে। সেখান থেকে ওষুধ সরবরাহ করা হচ্ছে। যারা আহত হয়েছেন তারা যতদিন সুস্থ হবেন না ততদিন তাদের চিকিৎসার ব্যয়ভার কোম্পানি থেকে বহন করা হবে।’

কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় যেব কর্মী নিহত হয়েছেন তাদের পরিবারে শিশু থাকলে ওই শিশু বড় না হওয়া পর্যন্ত সমপরিমাণ মাসিক বেতন দেওয়া হবে। যদি বয়স্ক লোক থাকে তাহলে তাদের কোম্পানিতে চাকরির ব্যবস্থা করা হবে।

জেনারেল ম্যানেজার আরও বলেন, ‘ ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/ইউজে/একে

বি এম ডিপো সীতাকুণ্ডে আগুন সীতাকুণ্ডে বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর