মানিকগঞ্জের ফায়ারম্যান রানা মিয়ার দাফন সম্পন্ন
৬ জুন ২০২২ ১৮:৩২
মানিকগঞ্জ: সীতাকুণ্ডের কনটেইনার ডিপোর আগুন নেভাতে গিয়ে নিহত মানিকগঞ্জের রানা মিয়ার (২২) দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (৬ জুন) সকালে নিহতের মরদেহে তার নিজ গ্রাম শিবালয়ের নবগ্রাম পৌঁছায়।
পরে সকাল আটটার দিকে জেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসন রাষ্ট্রীয় মর্য়াদায় তার লাশ দাফন করে।
শিবালয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা মজিবুর রহমান জানান, নিহত রানা কুমিরা ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। শনিবার রাতে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর আগুন নেভাতে গিয়ে নিখোঁজ হন।
রানা মিয়া ২০২০ সালে ফায়ার সার্ভিসে যোগ দেন। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন।
ফায়ারম্যান রানার নামাজের জানাযায় শত শত লোক অংশ নেন। এসময় শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুর রহমান, মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো, শরিফুল ইসলামসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এদিকে, রানার মরদেহ গ্রামের বাড়ি আনার পর পরিবারের কান্না আর আহাজারিতে সেখানকার পরিবেশ ভারি হয়ে উঠে।
সারাবাংলা/এমও
ফায়ারম্যান ফায়ারম্যান রানা মিয়া মানিকগঞ্জ রানা মিয়া সীতাকুণ্ডে আগুন