চট্টগ্রাম ব্যুরো: সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব সরকার নিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
তিনি বলেন, বিএম কনটেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণে আহতদের চিকিৎসার সব খরচ সরকার দেবে। যেখানে যত টাকা লাগছে, সরকার দিচ্ছে। বাইরে থেকে কোনো ওষুধ কিনতে হলে তার টাকাও জেলা প্রশাসনের পক্ষ থেকেই দেওয়া হচ্ছে।
সোমবার (৬ জুন) বিকেল সোয়া ৩টার দিকে বিএম কনটেইনার ডিপো পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন- ‘তথ্যে ভুল ছিল’, সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহতের ‘প্রকৃত সংখ্যা’ ৪১
প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। কোনো ধরনের ওষুধ ও খাবারের সংকট নেই। চিকিৎসার জন্য আর যা কিছু প্রয়োজন, সবকিছুর ব্যবস্থা করা হবে।
সর্বোচ্চ সহযোগিতা দেওয়া জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আমাদের পক্ষে থেকে খবর পাওয়া সঙ্গে এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ২ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে। এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ৮২ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে দুই জন, পার্কভিউ হাসপাতালে ১০ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চার জন ভর্তি রয়েছেন। এছাড়া ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে ১৪ জনকে।
আরও পড়ুন- নিহত প্রত্যেক ফায়ার ফাইটারের পরিবার পাবে ১৫ লাখ টাকা
তিনি আরও জানান, দগ্ধ ও আহতদের মধ্যে সাত জনের উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। এর মধ্যে দুই জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
ভয়াবহ এ আগুন ও বিস্ফোরণে ৪১ জনের প্রাণহানি হয়েছে জানিয়ে ডা. এনামুর বলেন, এই ৪১ জনের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন ৯ জন। এরই মধ্যে ২২টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিগুলো শনাক্তের কাজ চলছে। শনাক্ত করা গেলে সেগুলোও পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন- ‘কন্টেইনার বিস্ফোরণের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতিটি দুর্ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। হয়তো শতভাগ আমরা সংশোধন হতে পারি না। তবে দুর্যোগ মোকাবিলা ও দুর্যোগ ব্যবস্থাপনায় আমাদের সক্ষমতা বাড়ছে। এ দুর্ঘটনাতেও বেশকিছু তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের কাছ থেকে তদন্ত প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।