সিলেট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে সিলেটের বন্যা কবলিত ১২নং ওয়ার্ডের শেখঘাটে প্রায় ৫ শতাধিক মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ জুন) দুপুরে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান এই ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি বলেন, ‘সিলেটের বন্যার্তদের খাদ্য সহায়তা ও পুর্নবাসনে প্রধানমন্ত্রী খুবই আন্তরিক।’
এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান ও কাউন্সিলর সিকন্দর আলী উপস্থিত ছিলেন।