Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৯ পাবলিক বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকোর্স বন্ধে হাইকোর্টের রুল

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুন ২০২২ ২২:১৫

প্রতীকী ছবি

ঢাকা: দেশের ৪৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকোর্স বন্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আগামী ৯০ দিনের মধ্যে ইউজিসি আদেশ, ১৯৭৩ এর বিধান মতে পরামর্শ না মানার কারণে কী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে তা ইউজিসিকে জানাতে বলা হয়েছে।

সোমবার (৬ জুন) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

পরে আইনজীবী জ্যোর্তিময় বড়ুয়া বলেন, ‘২০১৯ সালের ১১ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের ৪৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকোর্স বন্ধ করাসহ কিছু পরামর্শ দেয়। ইউজিসির পরামর্শ বিশ্ববিদ্যালয়গুলো মেনে চলতে আইনগতভাবে বাধ্য থাকলেও তা প্রতিপালন করেনি।’

পরে এ বিষয়ে কনজ্যুমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ক্যাব) অনুসন্ধান করে জানতে পারে যে, ইউজিসির পরামর্শ না মেনেই বিশ্ববিদ্যালয়গুলো স্ব স্ব ইচ্ছায় সান্ধ্য কোর্স কাজ চালিয়ে যাচ্ছে।

এমন পরিস্থিতিতে গত ৩১ জানুয়ারি ক্যাব বিশ্ববিদ্যালয়ের আচার্যের (রাষ্ট্রপতি) কাছে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে আবেদন করে, যা ইউজিসি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়। তারপরও কোনো ব্যবস্থা না নেওয়ায় গত ২৯ মে ক্যাব হাইকোর্টে রিট দায়ের করে। ওই রিটের শুনানি শেষে আজ রুল জারি করেছেন হাইকোর্ট।

রুলে ইউজিসি আগামী ৯০ দিনের মধ্যে ৪৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ইউজিসি আদেশ, ১৯৭৩ এর বিধান মতে কী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে— তা জানতে চেয়েছেন আদালত।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

টপ নিউজ পাবলিক বিশ্ববিদ্যালয় বন্‌ধ রুল সান্ধ্যকোর্স হাইকোর্ট

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর