চট্টগ্রাম ব্যুরো: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সীতাকুণ্ডে ডিপোতে অগ্নিকাণ্ড একটা দুর্ঘটনা। প্রথম লক্ষ্য ছিল আগুন নিয়ন্ত্রণ করা। এখনও কিছু কনটেইনার থেকে ধোঁয়া বের হচ্ছে।
মঙ্গলবার (৭ জুন) ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, পুরো নিয়ন্ত্রণের পর ডিপোর ক্ষয়ক্ষতি ও ক্ষতিগ্রস্ত বাড়িঘর চিহ্নিত করা হবে। যতটুকু প্রয়োজন সহযোগিতা করা হবে। প্রধানমন্ত্রী বলেছেন সরকার সব সহযোগিতা দেবে। দল থেকেও সাহায্য দেওয়া হয়েছে। ক্ষতি নির্ধারণ করার পরও দলীয়ভাবে সাহায্য দেওয়া হবে। কন্ট্রোল রুমে যোগাযোগ করলে যে কারো প্রয়োজন হলে সহযোগিতা করা হবে।