Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক ফজলে এলাহীকে আদালতে নেওয়া হয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুন ২০২২ ১০:১২

রাঙ্গামাটি: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার রাঙ্গামাটির সাংবাদিক ফজলে এলাহীকে আদালতে নেওয়া হয়েছে।

বুধবার (৮ জুন) সকাল সোয়া ৯টার দিকে রাঙ্গামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে হওয়া এক মামলায় ফজলে এলাহীকে মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতার করে রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি কোতোয়ালি থানার এসআই অরূপ তালুকদার বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার সাংবাদিক এলাহীকে সকালে আদালতে নেওয়া হয়েছে।’

ফজলে এলাহী জাতীয় দৈনিক কালের কণ্ঠ ও বেসরকারি টেলিভিশন এনটিভির রাঙ্গামাটি প্রতিনিধি এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের স্থানীয় দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক।

কোতোয়ালি থানার ওসি কবির হোসেন বলেন, চট্টগ্রাম থানা থেকে মঙ্গলবার গ্রেপ্তারের ওয়ারেন্ট পাওয়ার সঙ্গে সঙ্গে সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাকে আদালতে নেয়া হয়েছে। ২০২১ সালে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলাটি করা হয়। মামলার প্রসেস নাম্বার ৮১৭/২২। মামলা নম্বর- ২৮/২১।

সারাবাংলা/এএম

ডিজিটাল নিরাপত্তা আইন ফজলে এলাহী

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর