Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে জুতার কারখানায় আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুন ২০২২ ১০:৩১ | আপডেট: ৮ জুন ২০২২ ১৩:৪১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ি এলাকার একটি জুতার কারখানায় আগুন লেগেছে। বুধবার (৮ জুন) ভোর ৫টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার সংবাদ পায়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক আনিসুর রহমান। তিনি বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে, গত শনিবার রাতে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে।

সারাবাংলা/এসএন

অগ্নিকাণ্ড আগুন চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর