Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কনটেইনার ডিপোতে আগুন: চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুন ২০২২ ১১:৫৩

চট্টগ্রাম: সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিষ্ফোরণে আহত একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৪ জনে।

বুধবার (৮ জুন) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মাসুদ রানা (৩৭) ডিপোতে কনটেইনার ওঠানো-নামানোর কাজ করতেন। তার বাড়ি জামালপুরের সরিষাবাড়ি উপজেলায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ভোর পৌনে চারটার দিকে মাসুদ রানার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার অবস্থা আশঙ্কাজনক থাকায় আইসিইউতে রাখা হয়।

এএসআই আলাউদ্দিন জানান, শনিবার রাতে দুর্ঘটনার পর এই প্রথম চিকিৎসাধীন অবস্থায় কারো মৃত্যু হলো।

শনিবার (৪ জুন) রাতে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের পর ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এ পর্যন্ত ৪৪ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

সারাবাংলা/এসএন

কনটেইনার ডিপো

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর