Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক ফজলে এলাহীর জামিন মঞ্জুর

ডি‌স্ট্রিক্ট ক‌রেসপ‌ন্ডেন্ট
৮ জুন ২০২২ ১৩:৪৩ | আপডেট: ৮ জুন ২০২২ ১৪:৫৩

রাঙ্গামাটি: দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক সাংবাদিক ফজলে এলাহীর জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৮ জুন) দুপুরে রাঙ্গামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তার আদালতে তোলা হলে বিজ্ঞ আদালত আসামির জামিন মঞ্জুর করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোখতার আহমেদ। তিনি জানান, আসামির বিরুদ্ধে যে ধারায় অভিযোগ আনা হয়েছে সেটি জামিন যোগ্য। বিজ্ঞ আদালতে আমরা জামিন আবেদন করেছি। আদালত ১ হাজার টাকা বন্ডে আমার জিন্মায় সাংবাদিক ফজলে এলাহীর জামিন মুঞ্জর করেছেন। আমরা সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি।

বিজ্ঞাপন

আরও পড়ুন: ডিসিবাংলো পার্ক নিয়ে প্রতিবেদনের জেরেই গ্রেফতার সাংবাদিক এলাহী

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। বুধবার সকালে আদালতে তোলা হয়।

চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালতে করা এই মামলার বাদী জেলা মহিলা আওয়ামী সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর কন্যা নাজনীন আনোয়ার।

সারাবাংলা/এএম

টপ নিউজ ফজলে এলাহী