Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোনায়েদ সাকির ওপর হামলায় জাপা চেয়ারম্যানের নিন্দা

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জুন ২০২২ ১৮:০৯

গোলাম মোহাম্মদ কাদের। ফাইল ছবি

ঢাকা: সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। এমন সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

বুধবার (৮ জুন) এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রাজনীতিবিদদের ওপর এমন ন্যাক্কারজনক হামলা মেনে নেওয়া যায় না। জোনায়েদ সাকির ওপর হামলায় প্রমাণ হয়েছে রাজনীতিতে দুর্বৃত্তায়ন চলছে। দুর্বৃত্তায়নের কাছে কখনোই রাজনীতি মাথা নত করতে পারে না। জাতীয় পার্টি সব সময় সন্ত্রাস মুক্ত রাজনীতির পক্ষে।’

বিজ্ঞাপন

বিবৃতিতে জাপা চেয়ারম্যান বলেন, ‘তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। রাজনৈতিক বিবেচনায় সন্ত্রাসীরা পার পেলে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম হবে।’

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

জাপা জোনায়েদ সাকি নিন্দা হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর