Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুন ২০২২ ১৩:৫১

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৯ জুন) ভোরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহত যুবকের নাম মো. মঈনউদ্দিন (৩০)। গুরুতর আহত মো. মোবারককে (২৭) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) জানান, প্রাথমিকভাবে জেনেছি জাহেদুল ইসলাম বাবু নামে স্থানীয় এক যু্বকের সঙ্গে হতাহতদের আর্থিক বিষয়ে পূর্ব বিরোধ ছিল। এর জের ধরে ভোরে তাদের রাস্তায় পেয়ে ছুরিকাঘাত করে বাবু।

সারাবাংলা/এএম

চট্টগ্রাম ছুরিকাঘাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর