সীতাকুণ্ডে ডিপোতে বিস্ফোরণে নিহত মাসুদের দাফন সম্পন্ন
৯ জুন ২০২২ ১৪:৩৫
জামালপুর: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত মাসুদ রানার (৩৭) দাফন সম্পন্ন হয়েছে। এর আগে গত মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (৯ জুন) সকালে জেলার সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের গোপীনাথপুর নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে মাসুদকে দাফন করা হয়। এর আগে, তার মরদেহ নিজ বাড়িতে পৌঁছালে শোকাবহ পরিবেশ তৈরি হয়।
গত শনিবার বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের আহত হলে মাসুদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে মারা যান তিনি।
নিহত মাসুদ রানা গোপীনাথপুর এলাকার খলিলুর রহমানের বড় ছেলে। গত ৬ বছর ধরে বিএম কনটেইনার ডিপোতে আরএসটি অপারেটর হিসেবে কর্মরত ছিলেন তিনি।
নিহত মাসুদ রানার দুই বছর বয়সী একটি ছেলে এবং সাত বছর বয়সী একটা কন্যাসন্তান রয়েছে। স্ত্রী সুমি আক্তার ও দুই সন্তান নিয়ে সীতাকুণ্ডে একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।
নিহত মাসুদ রানার দরিদ্র পরিবারের দেখাশোনার দায়িত্ব সরকার ও বিএম কন্টেইনার ডিপো কর্তৃপক্ষ নেবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
সারাবাংলা/এনএস