Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শিক্ষায় বিনিয়োগ জিডিপির ৬ ভাগে নিতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুন ২০২২ ১৪:৪০

ফাইল ছবি

ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষায় বিনিয়োগ জিডিপির ছয় ভাগে নিয়ে যেতে হবে। কারণ, চলমান মেগা প্রকল্পগুলো শেষ হলে শিক্ষাই হবে সবচেয়ে বড় প্রকল্প।

বৃহস্পতিবার (৯ জুন) রাজধানীর মোহাম্মদপুরে সেন্ট জোসেফ স্কুলে বিজ্ঞান মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ বছরের শিক্ষা বাজেট নিয়ে মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ‘শিক্ষায় বিনিয়োগ জিডিপির ছয় ভাগে নিয়ে যেতে হবে, বর্তমানে আমরা তিন ভাগে আছি। এটি করা হলে শিক্ষা হবে আমাদের সবচে বড় প্রকল্প, এ থেকে পরবর্তী পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার মতো প্রজন্ম তৈরি হবে আমাদের দেশে।’

তিনি বলেন, ২০০৬ সালে দেশের মোট জাতীয় বাজেট যা ছিল, এখন শিক্ষা খাতের বাজেট তার চেয়েও অনেক বেশি। শিক্ষায় বর্তমান সরকার অনেক বিনিয়োগ করেছে। পরবর্তী প্রজন্মের কথা ভেবে আরও অনেক বিনিয়োগ করতে হবে।

দীপু মনি বলেন, ‘আমি বিশ্বাস করি, বড় বড় যেসব মেগা প্রকল্প হচ্ছে, সেগুলো যেমন আমাদের যোগাযোগের জন্য, দেশের এগিয়ে যাওয়ার জন্য দরকার; তেমনি পরবর্তী সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষা এবং সেটিই হবে আমাদের সবচেয়ে বড় মেগা প্রকল্প।’

নতুন শিক্ষাক্রম বাস্তবায়িত হলে শিক্ষকের ভূমিকায় পরিবর্তন আসবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষক এখন ফেসিলিটেটর হবেন, গাইড হবেন। শিক্ষার্থীর আনন্দের অংশীদার হবেন। শিক্ষার্থীদের জগতটাকে শিক্ষক তৈরি করে দেবেন। আমরা অনেক যত্ন করে নতুন শিক্ষাক্রম তৈরি করেছি।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা যেন আনন্দের মধ্যে শিক্ষার জগতটাকে খুঁজে নিতে এবং শিক্ষার জায়গাটাকে পূরণ করতে পারে সে বিষয়ে আমরা সচেতন থাকবো।’

বিজ্ঞান শিক্ষার ওপর অনেক বেশি জোর দিতে হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের ফসল ঘরে তুলতে হলে বিজ্ঞান শিক্ষায় জোর দিতে হবে। বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, গণিত, পরিসংখ্যান, প্রকৌশল পড়তে হবে। কিন্তু, সাহিত্য ও নন্দনতত্ত্বের বোধ যদি তৈরি না হয় তাহলে শুধু বিজ্ঞান, গণিত তথ্যপ্রযুক্তি পড়ে পূর্নাঙ্গ মানুষ তৈরি হবে না। সে কারণে সাহিত্যও পড়তে হবে। বিজ্ঞান চর্চায় দেশ লাভবান হবে, আর সাহিত্য চর্চায় হবে মানুষ নিজেকে উন্নত করবে।

সারাবাংলা/টিএস/একেএম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর