ঢাকা: দলকানা, স্বজনপ্রীতি অযোগ্যকে গুরুত্বপুর্ন জায়গায় বসানো হয়েছে। এ থেকে মুক্তি দরকার। সীতাকুণ্ডের আগুনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। মামলা থেকে ডিপো মালিক কোনো ভাবে এড়িয়ে যেতে না পারে। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে বার্ন ইনস্টিটিউটে সীতাকুণ্ডের আগুনে দগ্ধদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন জি এম কাদের।
তিনি বলেন, দেশে এখন স্বজনপ্রীতি চলছে, দুর্নীতি চলছে সেগুলো দেখার কোনো লোক নেই। নিরাপত্তা দাও, স্বাভাবিক জীবনের গ্যারান্টি দাও। এখান থেকে বাসায় যেতে পারবো কি না তারও গ্যারান্টি নেই। দেশে স্বজনপ্রীতি চলছে। যে যেখানে বসার যোগ্যতা নেই, তাকে সেখানেই বসানো হচ্ছে।
তিনি আরও বলেন, সীতাকুণ্ডের আগুনে অনেক মানুষ মারা গেছে। এর মধ্যে ফায়ার ফাইটার রয়েছে। অনেকেই আহত হয়েছে। মানুষের আহাজারিতে আল্লাহর আরশ কেঁপে উঠছে। কোনো কিছুরই নিরাপত্তা নেই। বাড়িতে, গাড়িতে, অফিসে রাস্তায় কোনো কিছুতেই নিরাপত্তা নেই। কীভাবে মানুষের মৃত্যু নেমে আসবে বলা মুশকিল।