Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাজ নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুন ২০২২ ১৬:১০

মুন্সীগঞ্জ: গজারিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেন্টু দাস (২৭) নামে এক জাহাজ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী এলাকায় থ্রি-অ্যাঙ্গেল মেরিন লিমিটেড শিপইয়ার্ডে কর্মরত অবস্থায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান তিনি।

নিহত সেন্টু দাস গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের অলিন দাসের ছেলে। তিনি থ্রি-অ্যাঙ্গেল শিপ ইয়ার্ডের ওয়েল্ডার হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

নিহতের পরিবার ও হাসপাতালে সূত্রে জানা যায়, থ্রি-অ্যাঙ্গেল শিপইয়ার্ডে ওয়েল্ডিং মেশিন দিয়ে কাজ করতে গেলে মেশিনটি থেকে বিদ্যুতায়িত হয়। এতে সেন্টু দাস বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। সেখান থেকে তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আশরাফুল আলম শুভ তাকে মৃত ঘোষণা করেন।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. রইছ উদ্দিন জানান, থ্রি-অ্যাঙ্গেল শিপইয়ার্ডে ওয়াল্ডিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের পর সেন্টু দাসের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এসএসএ

বিদ্যুৎস্পৃষ্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর