Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রহ্মপুত্রের বালু বিক্রির অভিযোগে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুন ২০২২ ১৭:৩৪

নরসিংদী: মনোহরদীতে অবৈধ ভাবে ব্রহ্মপুত্র নদীর বালু বিক্রির অভিযোগে আব্দুর সালাম খোকন নামে এক ব্যক্তিকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়। খোকন মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের রামপুর এলাকার আব্দুল হাই পাঠান এর ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান জানান, অনেক দিন ধরেই খোকন ব্রহ্মপুত্র নদী খননের বালু অবৈধ ভাবে বিক্রি করছিলো। এরই প্রেক্ষিতে তার কাছে বালু বিক্রির অনুমতি পত্র চাওয়া হয়। কোনো প্রকার অনুমতি পত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাকে নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

জরিমানা ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্রের বালু

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর